শেষ বিকেলের মেয়ে pdf ডাউনলোড

শেষ বিকেলের মেয়ে pdf free download,  by জহির রায়হান shesh bkaler meye pdf download
শেষ বিকেলের মেয়ে pdf free download,  by জহির রায়হান shesh bkaler meye pdf download


মা এই অবসরে তসবিহ্ গুনছিলেন আর মনে মনে কী যেন পড়ছিলেন তিনি। থেমে বললেন, আনবি যে তা আমি জানি। ক'দিন কটা জিনিস দিয়ে তুই ফেরত এনেছিস শুনি ? এইতো, গেলো শীতে তোর বাবার কম্বলটা যে নিয়ে কোন্ একটা বন্ধুকে দিলি, তার কী হলো?

কী আর হবে মা। একদিন সে নিজেই এসে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে যেতে ওর বয়ে গেছে। অমন জিনিস কেউ পেলে আর হাতছাড়া করে ? লোকটাকে তুমি শুধুশুধু সন্দেহ করছো মা। ও বড় ভালো লোক। হাতজোড়া উনুনের

উপর ছড়িয়ে দিলো কাসেদ। একটু গরম হয়ে নিতে চায় সে। মা বললেন, তুইতো দুনিয়া-সুদ্ধ লোককে ভালো বলিস। আজপর্যন্ত একটা লোককে খারাপ বলতে শুনলাম না। সেদিন মুদি এসে যাচ্ছেতাই গালাগালি দিয়ে গেলো, তাকে

আরও: 

একটা কথা বলেছিলি তুই ? মা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে।

কাসেদ নীরবে আগুন পোহাতে লাগলো । নাহার এতক্ষণে একটা কথাও বলেনি। চুপচাপ মা-ছেলের ঝগড়া দেখছিলো। সহসা

উনুন থেকে মুখখানা তুলে আস্তে করে বললো, তোমার নামাজের সময় হয়ে গেলো মা।

মা বললেন, তাই তো । বলে উঠে তাড়াতাড়ি চলে গেলেন তিনি। চুলোর উপরে

চালগুলো ততক্ষণে ফুটতে শুরু করেছে। ঢাকনিটা তুলে পানির পরিমাণটা দেখে নিলো

নাহার।

কাসেদ তখনো চুপ করে আছে। নীরবে কী যেন ভাবছে সে।

নাহার এক সময়ে বললো, জাহানারা এসে আজ অনেকক্ষণ বসেছিলেন।

কখন এসেছিলো সে ? গলাটা যেন সহসা কেঁপে উঠলো তার। নাহার মৃদু গলায় বললো, সকালবেলা। কিছু কি বলে গেছে তোমায় ? কাসেদের কণ্ঠে উৎকণ্ঠা।

নাহার বললো, না, একখানা চিঠি রেখে গেছে। চিঠিটা কোথায় ?

আপনার টেবিলের উপর রাখা আছে। ঘাড় নিচু করে আবার আপন কাজে মন দিলো নাহার। চোখজোড়া তুলে একনজর কাসেদের দিকে তাকালে সে হয়তো দেখতে পেতো সারামুখ তার লাল হয়ে গেছে।

আরও PDF:

উনুনের উপর থেকে হাতখানা সরিয়ে এনে পরক্ষণে উঠে দাঁড়ালো কাসেদ । দ্রুতপায়ে নিজের কামরায় এসে টেবিলটার দিকে তাকালো সে। চিঠিখানা একটা বইয়ের নিচে চাপা দিয়ে রাখা। মুহূর্তে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় জমালো মনে। চিঠিতে কী লিখেছে জাহানারা ? আর কেনই-বা এসে এতক্ষণ বসেছিলো সে ? কাল বিকেলে নবাবপুরে দেখা হয়েছিলো ওর সঙ্গে। অনেকক্ষণ কথাও বলেছিলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভোর না হতে আবার সে বাসায় আসলো কেন ? বাসায় অবশ্য প্রায় আসে জাহানারা। কাসেদ না-থাকলে মায়ের সঙ্গে বসে গল্প করে। কথা বলে। খামের ভেতর থেকে কাগজের টুকরোটা

আরও পিডিএফ:

শেষ বিকেলের মেয়ে pdf by জহির রায়হান - shesh bikaler meye pdf ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন

Post a Comment

স্প্যাম কমেন্ট করা থেকে বিরত থাকুন! ধন্যবাদ, পিডিএফ বই ডাউনলোড সমস্যা হচ্ছে? এখানে দেখুন>যেভাবে PDF ডাউনলোড করবেন?

Previous Next

نموذج الاتصال