ইমাম নববির চল্লিশ হাদিস pdf ডাউনলোড

ইমাম নববীর চল্লিশ হাদিস pdf ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র) বই, imam nobobir chollish hadis pdf download
ইমাম নববীর চল্লিশ হাদিস pdf ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র), imam nobobir chollish hadis pdf


একটু পড়ুন: 
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোন মুমিনের পার্থিব আপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আপদ দূর করবেন। আর যে কোন অসচ্ছলের প্রতি সচ্ছলতা আরোপ করবে, আল্লাহ তাআলা ইহকাল ও পরকালে তার প্রতি সচ্ছলতা আরোপ করবেন। কোন বান্দা যতক্ষণ তার অপর ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে থাকেন। আর যে ইলমে দ্বীন অন্বেষণার্থে কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সুগম করে দেন।

আর যখন কোন সম্প্রদায় আল্লাহ তাআলার যেকোন ঘরে সমবেত হয়ে কিতাবুল্লাহর তিলাওয়াত ও পরস্পর পাঠদান ও গ্রহণে নিরত থাকে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করতে থাকেন ও দয়ার

আবরণে আচ্ছাদন করেন। ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করেন এবং আল্লাহ নিজ ঊর্ধ্ব জগতের পরিমণ্ডলে তাদের কথা আলোচনা করেন। যার আমল তাকে পিছিয়ে দেয়, বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারে না।

ব্যাখ্যা: নিজ সম্পদ দ্বারা কাফের সম্প্রদায়ের হাত থেকে মুসলিম বন্দীকে মুক্ত করা ও অন্ধকার কারা প্রকোষ্ঠ থেকে বের করার সর্বোত চেষ্টা করা অতি পছন্দনীয় কাজ, হাদিসে সূক্ষ্মভাবে একথা বর্ণিত আছে, হযরত ইউসুফ আ. কারাগার থেকে বেরিয়ে এর দরজায় নিম্নোক্ত কথা লিখে দিয়েছেন, এটি জীবিতদের কবর, নিন্দুকের উপহাস ক্ষেত্র এবং বন্ধু চেনার জায়গা। সক্ষম ব্যক্তির পক্ষ থেকে অক্ষম ব্যক্তির মুক্তিপণ দান, নিজেই তার দায়িত্ব গ্রহণ এ হাদিসে বর্ণিত বিষয়ের অন্তর্ভুক্ত। তবে অক্ষম ব্যক্তির জন্য এ বিধান নয়।

কতিপয় প্রাচীন ধর্মগ্রন্থবিশারদ বলেছেন, তাওরাতে লিপিবদ্ধ আছে, কারো দায়িত্ব গ্রহণ করা নিন্দার বিষয়। এর প্রথমে অনুতাপ ও তিরস্কার এবং পরিণামে অর্থদণ্ড আরোপিত হয়। যদি বলা হয়, আল্লাহ তাআলা বলেছেন,

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا

কেউ একটি পুণ্যকর্ম সম্পাদন করলে তার জন্য অনুরূপ দশগুণ পুণ্য অর্জিত হয়।

অথচ এ হাদিসে তো আমরা দেখতে পাই, একটি বিপদ দূরীকরণের বিনিময়ে একটি মাত্র পুণ্য দানের কথা বলা হয়েছে। অথচ এ আয়াত অনুযায়ী তো দশটি বিপদ মোচনের কথা ছিল। তা হয়নি কেন?

১৮৭. সহিহ মুসলিম, হাদিস নং ২৬৯৯, ২৭০০, জামিউত তিরমিযি, ১৪২৫, ১৯৩০, ২৯৪৫, ৩৩৭৮, সুনানে আবু দাউদ, ১৪৫৫, ৩৬৪৩, ৪৯৪৬, সুনানে ইবনে মাজাহ, ২২৫, ২৫৪৪। ১৮৮ সূরা আনআম, আয়াত-১৬০

ইমাম নববির চল্লিশ হাদিস pdf download করতে নিচে ডাউনলোড বাটন ক্লিক করুন।

Post a Comment

স্প্যাম কমেন্ট করা থেকে বিরত থাকুন! ধন্যবাদ, পিডিএফ বই ডাউনলোড সমস্যা হচ্ছে? এখানে দেখুন>যেভাবে PDF ডাউনলোড করবেন?

Previous Next

نموذج الاتصال